SCMS

প্রধান শিক্ষক

সাহানা খান

সাহানা খান

পদবী : Head Master
ইমেইল : shahanakhan@gmail.com
জাতীয়তা : Bangladeshi
ফোন : 01720128900
জন্মতারিখ : 1970-12-01
যোগদানের তারিখ : 2018-09-29
এমপিও তারিখ : 2016-12-22
প্রথম যোগদান : Head Master

.....................এ আলো ছড়িয়ে যাক, ছড়িয়ে যাক সবখানে, সবখানে,  সবখানে

রাজধানী ঢাকা থেকে সুদূর উত্তরের ছায়াঘেরা, পাখি-ডাকা, বন-বনানীর এক নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় ছোট শহর ঠাকুরগাঁও এর পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে চলেছে টাঙ্গন নদী আর পূর্ব প্রান্তে রয়েছে এক মহাসড়ক যেটি বাংলাদেশের একেবারে উত্তরের তেতুলিয়ার বাংলাবান্ধার জিরোপয়েন্ট থেকে রাজধানী ঢাকাকে জুড়ে দিয়েছে এই শহরের সাথে। ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তরবঙ্গের নারী শিক্ষার সুতিকাগার ঐতিহ্যবাহী আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

    বর্তমান বিশ^ এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে অনেকটা, আধুনিক  তথ্য-প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করেছে নিজেদেরকে। পিছিয়ে নেই আমরাও। তাই বর্তমান সরকারের ঠরংরড়হ-২০২১ (রূপকল্প-২০২১) ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী।

আমরাও চাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরিচয় করিয়ে দিতে। তাই আমাদের ওয়েবসাইটটি উন্মুক্ত করে ছড়িয়ে দিতে চাই সর্বত্র। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক শুভাকাক্সক্ষী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে রোমাঞ্চিত হবেন, দূর থেকে আমাদেরকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করবেন।

আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥



(সাহানা খান)
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ঠাকুরগাঁও।