প্রাক্তন প্রধান শিক্ষকের বাণী
ডিজিটাল বাংলাদেশ মাত্র দুটো শব্দ দিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে প্রকাশ করা সম্ভব হয়েছে চমৎকার ভাবে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম শুধু শব্দের বন্ধনে কাগজে কলমে সীমাবদ্ধ থাকতে পারেনা। তাইতো সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যেগে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ চলছে। তথ্য এমন অবারিত যে, কোন প্রতিষ্ঠান বা বিষয় সম্পর্কে আপনি যেকোন জায়গায় বসে জেনে নিতে পারেন মাউসের এক ক্লিকে। তাই আমাদের সমন্ধেই বা আপনারা অজ্ঞ থাকবেন কেন? ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উত্তর বঙ্গের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ওয়েব সাইটে স্কুলের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক শিক্ষার্থীদের তথ্য, স্কুলের ফলাফল, ও বিজ্ঞপ্তি সহ আরো অনেক কিছু থাকছে। আমি আশা করি এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সর্ম্পক আরও ভাল ও নিবিড় হবে। এরকম একটা উদ্যোগ সফল করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
প্রাক্তন প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।