বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্ণার
|
cÖfvwZ kvLv: 28/11/2021 wLª. mKvj: 10.00 Uv †_‡K 11.30 Uv|
* w`ev kvLv: 28/11/2021 wLª. `ycyi: 12.00 Uv †_‡K 01.30 Uv|
প্রধান শিক্ষকের বাণী
.....................এ আলো ছড়িয়ে যাক, ছড়িয়ে যাক সবখানে, সবখানে, সবখানে
রাজধানী ঢাকা থেকে সুদূর উত্তরের ছায়াঘেরা, পাখি-ডাকা, বন-বনানীর এক নান্দনিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের প্রিয় ছোট শহর ঠাকুরগাঁও এর পশ্চিম প্রান্ত দিয়ে বয়ে চলেছে টাঙ্গন নদী আর পূর্ব প্রান্তে রয়েছে এক মহাসড়ক যেটি বাংলাদেশের একেবারে উত্তরের তেতুলিয়ার বাংলাবান্ধার জিরোপয়েন্ট থেকে রাজধানী ঢাকাকে জুড়ে দিয়েছে এই শহরের সাথে। ঠাকুরগাঁও শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত উত্তরবঙ্গের নারী শিক্ষার সুতিকাগার ঐতিহ্যবাহী আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।
বর্তমান বিশ^ এখন জ্ঞান বিজ্ঞানে এগিয়েছে অনেকটা, আধুনিক তথ্য-প্রযুক্তির অত্যাধুনিক ধারায় সিক্ত করেছে নিজেদেরকে। পিছিয়ে নেই আমরাও। তাই বর্তমান সরকারের ঠরংরড়হ-২০২১ (রূপকল্প-২০২১) ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরাও দৃঢ় প্রত্যয়ী।
আমরাও চাই শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষের কাছে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরিচয় করিয়ে দিতে। তাই আমাদের ওয়েবসাইটটি উন্মুক্ত করে ছড়িয়ে দিতে চাই সর্বত্র। এর ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে। এছাড়া আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক শুভাকাক্সক্ষী, মহৎপ্রাণ ব্যক্তিগণ তাদের প্রিয় প্রতিষ্ঠানের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য, বিভিন্ন অর্জন, বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য সমূহ দেখে রোমাঞ্চিত হবেন, দূর থেকে আমাদেরকে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ করবেন।
আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥
(সাহানা খান)
প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
ঠাকুরগাঁও।
রমেশ চন্দ্র সেন, এম.পি এর বাণী
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ওয়েব পোর্টালের শুভ উদ্বোধন হওয়ায় আমি খুবই আনন্দিত। বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্বায়নের এই যুগে এগিয়ে যাওয়ার প্রধান উপায় হলো তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আর এটিই হলো ডিজিটাল বাংলাদেশ গঠনে বর্তমান সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার।
বিদ্যালয়ের ওয়েব পোর্টাল উদ্বোধন হওয়ায় এ বিদ্যালয়টিও অগ্রযাত্রায় একধাপ এগিয়ে গেলো। আমি বিদ্যালয়টির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
রমেশ চন্দ্র সেন, এম.পি
ও
সাবেক পানি-সম্পদ মন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রাক্তন প্রধান শিক্ষকের বাণী
ডিজিটাল বাংলাদেশ মাত্র দুটো শব্দ দিয়ে তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশকে প্রকাশ করা সম্ভব হয়েছে চমৎকার ভাবে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ার কার্যক্রম শুধু শব্দের বন্ধনে কাগজে কলমে সীমাবদ্ধ থাকতে পারেনা। তাইতো সরকারি, বেসরকারি ও ব্যক্তিগত উদ্যেগে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজ চলছে। তথ্য এমন অবারিত যে, কোন প্রতিষ্ঠান বা বিষয় সম্পর্কে আপনি যেকোন জায়গায় বসে জেনে নিতে পারেন মাউসের এক ক্লিকে। তাই আমাদের সমন্ধেই বা আপনারা অজ্ঞ থাকবেন কেন? ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় উত্তর বঙ্গের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ওয়েব সাইটে স্কুলের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষক শিক্ষার্থীদের তথ্য, স্কুলের ফলাফল, ও বিজ্ঞপ্তি সহ আরো অনেক কিছু থাকছে। আমি আশা করি এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সর্ম্পক আরও ভাল ও নিবিড় হবে। এরকম একটা উদ্যোগ সফল করতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
প্রাক্তন প্রধান শিক্ষক
ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও।